আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২১
আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২১, আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদশের অন্যতম বৃহত্তম পিন্ডীভূত ব্যবসায় প্রতিষ্ঠান। এই পিন্ডীভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ, ভোক্তা পন্য সহ আরো অনেক খাত রয়েছে। সম্প্রতি আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
আকিজ গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২১
১। পদের নামঃ সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/মেকানিক্যাল ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার/সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
আবেদনের শেষ তারিখঃ ২০ আগস্ট ২০২১
২। সুপারভাইজার/ ইনচার্জ/অফিসার (সি.এন.সি/ভি.এম.সি): প্রার্থীকে ন্যুনতম ডিপ্রোমা ইন টুল ডিজাইন/গ্রাজুয়েট ইন
মেকানিক্যাল পাশ হতে হবে ।.
৩। সুপারভাইজার/ ইনচার্জ/অফিসার (নিকেল প্লান্ট): প্রার্থীকে ন্যুনতম ডি্লোমা/গ্রাজুয়েট (ইন-কেমিক্যাল পাশ হতে হবে।
৪। সুপারভাইজার/ইনচার্জ/অফিসার (মন্ডস, টুল এন্ড ডাইমেকিং, ফসেট মন্ডস ডিজাইন): প্রার্থীকে ন্যুনতম এস.এস.সি /এইচ.এস.সি/ডিপ্রোমা/ গ্রাজুয়েট পাশ হতে হবে ।
৫। সিনিয়র অপারেটর/ফোরম্যান (সি.এন.সি/ভি.এম.সি): প্রার্থীকে ন্যুনতম এস.এস.সি/এইচ.এস.সি/ডিপ্লোমা পাশ হতে হবে ।
৬। মেকানিক/টেকনিশিয়ান (মেইনটেন্যা্স): প্রার্থীকে ন্যুনতম এস.এস.সি./ ৬ মাসের মেকানিক ট্রেড কোর্স পাশ হতে হবে।৭। অপারেটর (স্টিম বয়লার): প্রার্থীকে ন্যুনতম পঞ্চম শ্রেনী পাশ হতে হবে। বয়লার চালনায় পারদর্শী লাইসেন্স থাকতে হবে।
৮। ওয়েল্ডার,প্লাম্বার (মেইনটেন্যান্স): প্রার্থীকে ন্যুনতম পঞ্চম শ্রেনী পাশ হতে হবে।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে tipscenter11.xyz । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । আকিজ গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন –
বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে
আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আকিজ বেকার্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষঃ ২৫ আগস্ট ২০২১
আবেদন নিয়ম: www.akijbiri.com/career
সুযোগ সুবিধাঃ উল্লিখিত পদে শিক্ষানবীশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরণসহ বেতন বৃদ্ধি করা হবে। এছাড়াও উৎসব বোনাস, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
সাক্ষাতকারের ঠিকানাঃ মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রধান কার্যালয়, আকিজ গ্রুপ (তেজগাঁও ওয়্যার হাউজ), বলাকা মোড়, ১৮৩ তেজগাঁও, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্রঃ প্রার্থীদেরকে টেলিফোন/মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ পত্র এবং মূল সনদ পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে প্রার্থীদের নিজ নিজ জেলায় নিয়োগ প্রদান করা হয় না।
নিচের এই ইমেইলে সিভি পাঠাতে হবেঃ mostakim.abl@akij.net